Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভৌগলিক পরিচিতি

   

   ভৌগলিক অবস্থানের দিক দিয়ে ফুলতলা ২২ ৬৫” হতে ২৩ ডিগ্রী উত্তর অক্ষাংশ এবং ৮৯ ২৫” হতে ৮৯ ২৫” পূর্ব- দ্রাঘিমাংশে অবস্থিত। ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়নের ভৈরব নদীর তীরে সম্ভবত পাঠান যুগের পরবর্তীতে হযরত মিছরী দেওয়ান শাহের আস্তানা স্থাপিত হয়েছিল। জানামতে এই মিছরী দেওয়ান শাহের কল্যানেই এই লোনা জনমনকে আকষিত করে। প্রথমতঃ ঐ এলাকাটি ফুলতলা হিসেবে জনগণের কাছে পরিচিতি লাভ করে এবং পরবর্তীতে  সমগ্র এলাকা এই নামেই নামাম্কিত হয়।

 

ভৌগলিক অবস্থান

:

(অক্ষাংশ ও দ্রাঘিমাংশ) ২২০৬৫ হতে ২৩ উত্তর অক্ষাংশ এবং৮৯০২৫’’ হতে ৮৯ ৩৮’’ পূর্ব দ্রাঘিমাংশ অক্ষাংশ।