(ক) নামকরণের ইতিহাসঃ
ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়নের ভৈরব নদীর তীরে সম্ভবত পাঠান যুগের পরবর্তীতে হযরত মিছরী দেওয়ান শাহের আস্তানা স্থাপিত হয়েছিল । জানামতে এই মিছরী দেওয়ান শাহের কল্যানেই এই লোনা এলাকায় সুপেয় পানি পাওয়া যায়। মাজার সংলগ্ন এলাকায় তার লাগানো কামিনি-কৃষ্ণ চূড়া ফুলের শোভা জনমনকে আকর্ষিত করে। প্রথমতঃ ঐ এলাকাটি ফুলতলা হিসেবে জনগণের কাছে পরিচিতি লাভ করে এবং পরবর্তীতে সমগ্র এলাকা এই নামেই নামকরণ হয়।
২. স্থাপন কাল ঃ ২ রা জুলাই ১৯৮৩
৩. সীমানা ঃ উত্তরে অভয়নগর,দক্ষিণে দিঘলিয়া ও ডুমুরিয়া,পূর্বে অভয়নগর,পশ্চিমে-ডুমুরিয়া।
৪.আয়তন ঃ ৭৪.৩৩ বর্গ কিঃ
৫. ভৌগলিক অবস্থান ঃ (অক্ষাংশ ও দ্রাঘিমাংশ) ২২০৬৫ হতে ২৩ উত্তর অক্ষাংশ এবং
৮৯০২৫’’ হতে ৮৯ ৩৮’’ পূর্ব দ্রাঘিমাংশ অক্ষাংশ।
৬. জেলা সদর হতে দূরত্ব ঃ ২২ কিঃমিঃ
৭. গ্রামের সংখ্যা ঃ ৩৮টি
৮. ইউনিয়নের সংখ্যা ঃ ৪টি
৯. মৌজার সংখ্যা ঃ ২৪ টি
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS