Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Background of Upazila administration

 

 

(ক) নামকরণের ইতিহাসঃ

 

          ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়নের ভৈরব নদীর তীরে সম্ভবত পাঠান যুগের পরবর্তীতে হযরত মিছরী দেওয়ান শাহের আস্তানা স্থাপিত হয়েছিল । জানামতে এই মিছরী দেওয়ান শাহের কল্যানেই এই লোনা এলাকায় সুপেয় পানি পাওয়া যায়। মাজার সংলগ্ন এলাকায় তার লাগানো কামিনি-কৃষ্ণ চূড়া ফুলের শোভা জনমনকে আকর্ষিত করে। প্রথমতঃ ঐ এলাকাটি ফুলতলা হিসেবে জনগণের কাছে পরিচিতি লাভ করে এবং পরবর্তীতে সমগ্র এলাকা এই নামেই নামকরণ হয়।

 

২. স্থাপন কাল                               ঃ ২ রা জুলাই ১৯৮৩

৩. সীমানা                                    ঃ উত্তরে অভয়নগর,দক্ষিণে দিঘলিয়া ও ডুমুরিয়া,পূর্বে অভয়নগর,পশ্চিমে-ডুমুরিয়া।

৪.আয়তন                                     ঃ ৭৪.৩৩ বর্গ কিঃ

৫. ভৌগলিক অবস্থান                        ঃ (অক্ষাংশ ও দ্রাঘিমাংশ) ২২০৬৫ হতে ২৩ উত্তর অক্ষাংশ এবং

                                                  ৮৯০২৫’’ হতে ৮৯ ৩৮’’ পূর্ব দ্রাঘিমাংশ অক্ষাংশ।

৬. জেলা সদর হতে দূরত্ব                   ঃ  ২২ কিঃমিঃ

৭.  গ্রামের সংখ্যা                            ঃ  ৩৮টি

৮. ইউনিয়নের সংখ্যা                       ঃ    ৪টি

৯. মৌজার সংখ্যা                           ঃ ২৪ টি