উপজেলা প্রশাসন ফুলতলা, খুলনার উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২২ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়। রাত ০০.০১ মিনিটে উপজেলা পরিষদে নবনির্মিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। ২১শে ফেব্রুয়ারি সকাল ১০.৩০ মিনিটে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা এবং সভা শেষে আয়োজিত চিত্রাঙ্কণ ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরন করা হয়। উক্ত অনুষ্ঠানে জনাব সাদিয়া আফরিন, উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাগণ, বীর মুক্তিযোদ্ধাগণ, স্থানীয় জনপ্রতিনিধীগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্কুল-কলেজের শিক্ষকবৃন্দ ও কোমলমতি শিক্ষার্থীরা, সাংবাদিকবৃন্দ ও সকল শ্রেণী পেশার ব্যক্তিবর্গ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS