Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কার্যবিবরণী

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস - ২০২০ উদযাপন উপলক্ষে প্রস্ত্ততিমূলক সভার কার্যবিবরণী।

 

সভাপতিঃ জনাব পারভীন সুলতানা, উপজেলা নির্বাহী অফিসার, ফুলতলা, খুলনা।

 

স্থানঃ শহীদ হাবিবুর রহমান মিলনায়নত।

 

তারিখঃ ১৭-০২-২০২০, সময়ঃ বিকাল ৩-০০ টা।

 

উপস্থিত সদস্যবৃন্দঃ নথিতে সংরক্ষিত।

 

            সভায় উপস্থিত সুধিবৃন্দকে স্বাগত জানিয়ে  সভার কাজ শুরু করা হয়। সভার শুরুতে ১৯৫২ সনের ২১ শে ফেব্রুয়ারী ভাষা আন্দোলনের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। দিবসটি যথাযোগ্য মর্যাদার সাথে পালনের জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।

 

            অতঃপর সার্বিক আলোচনান্তে নিম্নোক্ত কর্মসূচী সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়ঃ

ক্রঃ নং

তারিখ

সময়

কর্মসূচী

বাস্তবায়ন

২১-০২-২০২০

১২.০১ মিঃ

পুষ্পমাল্য অর্পণ

উপজেলা প্রশাসন ও সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে শহীদ আসাদ রফি পাঠাগার চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলাস্থ শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ ও শহীদদের আত্মার মাগফিরাত কামনার মাধ্যমে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচীর সূচনা।

উপজেলা প্রশাসন ও স্ব-স্ব প্রতিষ্ঠান।

’’

সূর্যোদয়ের

সাথে সাথে।

সকল শিক্ষা প্রতিষ্ঠান সরকারী/আধাসরকারী/স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে এবং সকল বেসরকারী ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা।

স্ব-স্ব প্রতিষ্ঠান প্রধান ও ভবন মালিকগণ।

’’

সকাল ১০.০০

 ঘটিকায়

আলোচনা সভা।

আলোচ্য বিষয়ঃ শুদ্ধ বাংলা ভাষার ব্যবহার।

স্থানঃ শহীদ হাবিবুর রহমান মিলনায়তন।

অংশগ্রহণেঃ উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান।

 

’’

বাদ জোহর

সকল মসজিদে বাদ জোহর ভাষা শহীদগণের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত।

সংশ্লিষ্ট সকল

মসজিদ কমিটি।

’’

সুবিধাজনক

সময়

সকল মন্দির, গীর্জা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে শহীদদের রুহের মাগফিরাত এবং দেশের শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ প্রার্থনা।

সংশ্লিষ্ট সকল

ধর্মীয় প্রতিষ্ঠান।

 

 

উপর্যুক্ত অনুষ্ঠানসমূহ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নিম্নোক্ত উপ-কমিটি গঠন করা হয়।

 

 

 

পুষ্পমাল্য অর্পণ উপ-কমিটি

 

১। সহকারী কমিশনার, ভূমি, ফুলতলা, খুলনা।                                                                    আহবায়ক

২। ভারপ্রাপ্ত কর্মকর্তা, ফুলতলা থানা, ফুলতলা, খুলনা।                                                             সদস্য

৩। উপজেলা সমাজসেবা কর্মকর্তা, ফুলতলা, খুলনা।                                                                সদস্য

৪। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক,ফুলতলা, খুলনা।                                                                           সদস্য

৫। যুব উন্নয়ন, কর্মকর্তা, ফুলতলা, খুলনা।                                                                             সদস্য           

৬। ইন্সট্রাক্টর,ইউআরসি, ফুলতলা, খুলনা।                                                                              সদস্য

৭। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, ফুলতলা, খুলনা।                                                                 সদস্য           

                         

৮। অধ্যক্ষ, ফুলতলা মহিলা কলেজ।                                                                                   সদস্য

৯। অধ্যক্ষ, ফুলতলা, আহম্মদিয়া ফাজিল মাদরাসা                                                                   সদস্য

১০। প্রধান শিক্ষক, ফুলতলা সরকারী বালিকা মাধ্যমিক বিদ্যালয়।                                               সদস্য

১১। সুপার, যুগ্নীপাশা দাখিল মাদ্রাসা,ফুলতলা,খুলনা।                                                                  সদস্য

১২। অধ্যক্ষ, রি-ইউনিয়ন স্কুল এন্ড কলেজ, ফুলতলা, খুলনা।                                                        সদস্য

 

 

 

 

 

 

 

 

পতাকা পর্যবেক্ষণ উপ-কমিটি

1। সহকারী কমিশনার (ভূমি), ফুলতলা, খুলনা।                                                                 আহবায়ক

২। ভারপ্রাপ্ত কর্মকর্তা, ফুলতলা থানা।                                                                                সদস্য

৩। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, ফুলতলা, খুলনা।                                                    সদস্য

৪।  উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা, ফুলতলা,খুলনা।                                                             সদস্য

৫।  কমান্ডার, মুক্তিযোদ্ধা সংসদ, ফুলতলা,  খুলনা।                                                                              সদস্য

৬। সভাপতি, ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটি, ফুলতলা, খুলনা।                                       সদস্য

 

 

 

 

বিবিধ আলোচনাঃ

 

ক. ‘আলোচনা উপ-কমিটি’ কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের পটভূমি (প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান তার শহীদ মিনারের পার্শ্বে একটি বোর্ডে লিপিবদ্ধ করবে) উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও উপজেলা শিক্ষা অফিসারকে বিষয়টি তদারকি করার জন্য অনুরোধ করা হয়। জাতীয় পতাকার মাপ সম্বলিত নির্দেশনা মাইকিং এর মাধ্যমে ব্যাপক প্রচারের জন্য উপজেলা প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং এ সংক্রান্ত উপ-কমিটি জাতীয় পতাকা যথাযথভাবে উত্তোলিত হচ্ছে কি না তা তদারকি করবে।                                                                                                                                                          

 

খ. সকল উপ কমিটির আহবায়ক সুবিধাজনক সময়ে সভা করে অর্পিত দায়িত্ব সুচারুরুপে সম্পন্ন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

 

গ. দিবসের সকল কর্মসূচি চলাকালীন আইন-শৃংখলা রক্ষার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তা ফুলতলা থানাকে অনুরোধ করা হয়।

 

ঘ.সভায় আর কোন আলোচনা না থাকায় উপস্থিত সকল সম্মানিত সদস্যকে ধন্যবাদ জানিয়ে ও সকলের আন্তরিক সহযোগিতা কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

 

 

 

 

স্বাক্ষরিত

সভাপতি

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২০ উদযাপন কমিটি

উপজেলা নির্বাহী অফিসার

 ফুলতলা, খুলনা।

ফোনঃ ৭০১১৫৬

 

স্মারক নং- ০৫.৪০.৪৭৬৯.০০৯.০৩.১৬২.২০-                                                                      তারিখঃ ১৭-০২-২০২০ খ্রিঃ।

 

            সদয় অবগতি/কার্যার্থে অনুলিপি প্রেরণ করা হলোঃ

১। জেলা প্রশাসক, খুলনা।

২। চেয়ারম্যান, উপজেলা পরিষদ,ফুলতলা,খুলনা।

৩। উপজেলা.................................................................................................কর্মকর্তা, ফুলতলা, খুলন।

৪। ভারপ্রাপ্ত কর্মকর্তা, ফুলতলা থানা, ফুলতলা, খুলনা।

পতাকা পর্যবেক্ষণ উপ-কমিটি

1। সহকারী কমিশনার (ভূমি), ফুলতলা, খুলনা।                                                                 আহবায়ক

২। ভারপ্রাপ্ত কর্মকর্তা, ফুলতলা থানা।                                                                                সদস্য

৩। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, ফুলতলা, খুলনা।                                                     সদস্য

৪।  উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা, ফুলতলা,খুলনা।                                                            সদস্য

৫।  কমান্ডার, মুক্তিযোদ্ধা সংসদ, ফুলতলা,  খুলনা।                                                                সদস্য

৬। সভাপতি, ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটি, ফুলতলা, খুলনা।                             সদস্য

 

 

 

বিবিধ আলোচনাঃ

 

ক. অমর একুশে ফেব্রুয়ারী ২০২০ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে ২০ ফেব্রুয়ারী রাত ১১.৩০ মিনিটে উপজেলা চত্তরে সকল কর্মকর্তা কর্মচারীকে  উপস্থিতি নিশ্চিতকরণ ও ১১.৪৫ মিনিটে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের উদ্দেশ্যে যাত্রা করা হবে ।  পুষ্পমাল্য অর্পণ  উপ-কমিটি পুষ্পমাল্য অর্পণকারীদের তালিকা তৈরি করবেন এবং পর্যায়ক্রমে পুষ্পমাল্য অর্পণ নিশ্চিত করবেন এছাড়া  পুষ্পমাল্য অর্পণ  উপ-কমিটি শহীদ মিনারের প্রবেশ গেট ও প্রস্থান গেট নিশ্চিত করবেন।                                                                                                                                                           

 

খ. সকল উপ কমিটির আহবায়ক সুবিধাজনক সময়ে সভা করে অর্পিত দায়িত্ব সুচারুরুপে সম্পন্ন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

                                  [

গ. দিবসের সকল কর্মসূচি চলাকালীন আইন-শৃংখলা রক্ষার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তা ফুলতলা থানাকে অনুরোধ করা হয়।

 

ঘ.সভায় আর কোন আলোচনা না থাকায় উপস্থিত সকল সম্মানিত সদস্যকে ধন্যবাদ জানিয়ে ও সকলের আন্তরিক সহযোগিতা কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

 

 

 

পারভীন সুলতানা

সভাপতি

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২০ উদযাপন কমিটি

উপজেলা নির্বাহী অফিসার

 ফুলতলা, খুলনা।

ফোনঃ ৭০১১৫৬

 

স্মারক নং- ০৫.৪০.৪৭৬৯.০০৯.০৩.১৬২.২০-                                                                   তারিখঃ ১৭-০২-২০২০ খ্রিঃ।

 

            সদয় অবগতি/কার্যার্থে অনুলিপি প্রেরণ করা হলোঃ

১। জেলা প্রশাসক, খুলনা।

২। চেয়ারম্যান, উপজেলা পরিষদ,ফুলতলা,খুলনা।

৩। উপজেলা.................................................................................................কর্মকর্তা, ফুলতলা, খুলন।

৪। ভারপ্রাপ্ত কর্মকর্তা, ফুলতলা থানা, ফুলতলা, খুলনা।

৫। ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, ফুলতলা,খুলনা।

৬। মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, ফুলতলা,খুলনা।

৭। চেয়ারম্যান আটরা গিলাতলা/দামোদর/জামিরা/ফুলতলা ইউ,পি, ফুলতলা, খুলনা।

৮। সভাপতি, প্রেসক্লাব, ফুলতলা, খুলনা।

৯। জনাব......................................................................................................ফুলতলা, খুলনা।

 

 

                                                                                                                 উপজেলা নির্বাহী অফিসার

                                                                                                                       ফুলতলা, খুলনা।